ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রয়াত কর্মচারী সুলতান, শহিদুল্লাহ, শাহনাজ বেগম ও আবুল হোসেনের স্মরণে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) সর্বস্তরের কর্মচারীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে বিএনপিপন্থী শিক্ষকের গবেষণা ঘিরে বিতর্ক
অনুষ্ঠানে প্রয়াতদের স্মরণে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মচারীরা মনে করেন, এই আয়োজন তাঁদের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মান ও শ্রদ্ধার প্রতিফলন। ইফতার মাহফিলে উপস্থিত সকলে প্রয়াত সহকর্মীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। কর্মচারীবৃন্দ এই আয়োজনকে সহকর্মীদের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।