spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর নতুন আহ্বায়ক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আজ আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত। গাজায় আমাদের ভাই, বোন ও শিশুরা নির্মমভাবে নিহত হচ্ছে, অথচ আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না। মুসলমানদের এক দেহের মতো থাকার কথা থাকলেও তারা আজ বিভক্ত হয়ে পড়েছে। এর সুযোগ নিয়ে বিরোধী শক্তি আরও বেশি সংঘবদ্ধ হচ্ছে এবং মুসলমানদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।”

তারা আরও বলেন, “যদি পুরো মুসলিম বিশ্ব এক হয়ে গর্জে ওঠে, তাহলে শুধু নেতানিয়াহুই নয়, বরং সব ইসলামবিরোধী শক্তির পতন ঘটবে। তাই বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ান এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন।”

শিক্ষার্থীরা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে বলেন, “আমরা নিজেদের স্বাধীন মনে করি, কিন্তু ফিলিস্তিনের নিরীহ মানুষরা ইফতার ও সেহরির সুযোগ পর্যন্ত পাচ্ছেন না, আজানের ধ্বনি শুনতে পারছেন না। সেখানে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতে যদি আমরা চুপ থাকি, তাহলে তা আমাদের ধর্মীয় পরিচয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।”

আরও পড়ুনঃ রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে রাস্তায় সাংকেতিক চিহ্ন অঙ্কন

জাতিসংঘ, ওআইসি এবং মানবাধিকার সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, “যারা মানবতার কথা বলে, তারাই আজ নীরব। ইসরায়েলের বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছেন, অথচ জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। তারা মানবাধিকারের কথা বলে শুধু মুখে ফেনা তুলছেন, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেই। ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, কিন্তু আজ তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য কিছুই করছে না।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন।