spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুবিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকের কক্ষ সিলগালা

কুবিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকের কক্ষ সিলগালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের কক্ষ সিলগালা করা হয়েছে। চলমান ফাইনাল পরীক্ষার উত্তরপত্রসহ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নির্দেশে কক্ষটি সিলগালা করা হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থে উনার কক্ষটি সিলগালা করা হয়েছে। তদন্ত শেষে আবার খুলে দেওয়া হবে।’

অন্যদিকে, প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির ছায়াদুল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুনঃ রায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, আটক ২ কর্মচারী

উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে একটি বেনামি মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিকদের কাছে অভিযোগ পাঠানো হয়, যেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রতিটি কোর্সের প্রশ্ন ফাঁস হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে গত ১৩ মার্চ উক্ত ব্যাচের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন বাধ্যতামূলক ছুটিতে পাঠায় এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।