
মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মাহবুব জুবায়ের বলেন, “আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছি। ফিলিস্তিনে শিশু হত্যা বন্ধ করতে হবে, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।”
আরেক শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম বলেন, “গণহত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা চাই বাংলাদেশ সরকার কঠোর অবস্থান গ্রহণ করুক এবং আন্তর্জাতিক ফোরামে জোরালো প্রতিবাদ জানাক।”
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নিধনের ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুনঃ বাস্তবসম্মত সংবাদ প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর
বিক্ষোভকারীরা “ফিলিস্তিনের রক্ত বৃথা যেতে দেব না”, “ফ্রী ফ্রী ফিলিস্তিন”, “ফ্রম দ্য রিভার টু দ্য সি- ফিলিস্তিন উইল বি ফ্রী”, “গণহত্যার বিরুদ্ধে বিশ্বজাগরণ চাই”, “সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো”— এমন বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবি, শুধু প্রতিবাদ নয়, বিশ্বব্যাপী এই নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল উদ্দেশ্য।