spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে সেহেরি বিতরণ

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে সেহেরি বিতরণ

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহেরি বিতরণ করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। শুক্রবার (২১ মার্চ) মধ্যরাতে ছাত্রনেতা রুহুল আমিনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সেহেরি বিতরণ কর্মসূচির আওতায় নগরীর রেলস্টেশন, রেলগেট, নগরভবন, বর্ণালি মোড়সহ রাজশাহী কলেজের বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), সদস্য সচিব আমিনুল ইসলামসহ ছাত্রনেতা আবু মুসা, সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, আতিকুর রহমান, সোহেল রানা, মোহাম্মদ উজ্জল মিয়া, সৌরভ প্রামাণিক, সালমান ফারহান, মো. সোয়াএব, আশিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “ছাত্রদল সবসময় ইতিবাচক ও জনবান্ধব কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চায়। আমরা আগেও ইফতার বিতরণ ও শিক্ষার্থীদের জন্য ইফতার কর্মসূচি আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “এসব জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই। ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অবস্থান আরও সুসংহত করব।”