ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ইবি শাখার ক্বারী সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইবি শাখার প্রধান ক্বারী নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইবি শাখার নাজিম ক্বারী সালেহ আহমেদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুল বান্না ওলী, ইসমাঈল হোসেন রাহাত, সৈয়দ আবসারুন নাবী হামজা, মো. জাকারিয়া, আলমগীর হোসাইন এবং সাংবাদিক নিয়ামতুল্লাহ মুনিম।
এছাড়াও পার্শ্ববর্তী দুটি শাখা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য এবং ক্বারী সালমান আহমেদ, ক্বারী আব্দুল ওয়াদুদ, মনসুর আহমেদ, জাকারিয়া আহমেদসহ অন্যান্য ক্বারীগণ উপস্থিত ছিলেন।
ইবি শাখার ক্বারী জাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্বারী সৈয়দ মোহাম্মদ আলী।
প্রধান ক্বারী নাজমুল ইসলাম বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে এই ক্বারী সোসাইটির যাত্রা শুরু হয়। বর্তমানে এটি ক্যাম্পাস ছাড়িয়ে পার্শ্ববর্তী দুটি শাখায় বিস্তৃত হয়েছে। তিনটি শাখায় প্রায় পাঁচ শতাধিক কুরআন শিক্ষার্থী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ নিচ্ছে। আমরা চাই এই খেদমত আরও বড় পরিসরে চালিয়ে যেতে।"
আরও পড়ুনঃ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন রাজশাহীর নওশিন তাবাসসুম রিয়া
প্রধান অতিথি ক্বারী সালেহ আহমেদ রায়হান বলেন, "হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর খেদমত মহান আল্লাহর দরবারে মকবুল হয়েছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় পাঁচ হাজার কেন্দ্রে এই কার্যক্রম চলছে। আমরা যারা এখান থেকে কোর্স সম্পন্ন করেছি, তারা চাই এই শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে। একজন মুসলমান হিসেবে শুদ্ধভাবে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত শেখা আবশ্যক।"
ইফতার মাহফিলে উপস্থিত সকলে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন এবং ইসলামী শিক্ষার প্রসারে ক্বারী সোসাইটির অবদানকে স্বীকৃতি দেন।