
রাবি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে কুরআন বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন খোজাপুরে রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ এই আয়োজন করেন।
আসর নামাজের পর খোজাপুরের রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসার ২০ জন ছাত্রের মধ্যে পবিত্র কুরআন বিতরণ করা হয়। এরপর প্রায় দেড়শত মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়।
শাখা যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআন বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রদলের এমন ইসলামিক ঐতিহ্যবাহী ও মানবিক কার্যক্রম প্রমাণ করে, আমরা কেবল রাজনৈতিক সংগ্রামেই নয়, সমাজসেবা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিও সমানভাবে অঙ্গীকারবদ্ধ।”
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
তিনি পবিত্র রমজান মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবতা ও দেশপ্রেমের আলো ছড়ানোর আহ্বান জানান।