spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাবির অধ্যাপক মুসতাক আহমেদকে পাঁচ বছরের জন্য অব্যাহতি

রাবির অধ্যাপক মুসতাক আহমেদকে পাঁচ বছরের জন্য অব্যাহতি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি মুসতাক আহমেদকে আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ বছরের জন্য সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৯ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক মুসতাক আহমেদের পদোন্নতি ও বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট আগামী পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ে তিনি কোনো একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। পাশাপাশি, বিভাগের পাওনাদি পত্র ইস্যুর ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

আরও পড়ুনঃ জনবল সংকটে নিরাপত্তা শঙ্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়

এছাড়া, পাঁচ বছর তিনি অন্য কোনো প্রতিষ্ঠানেও চাকরি বা খণ্ডকালীন শিক্ষকতা করতে পারবেন না। শাস্তি কার্যকর থাকাকালীন তার চাকরি সক্রিয় হিসেবে গণ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক মুসতাক আহমেদ সভাপতির দায়িত্বে থাকাকালীন বিভাগের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন এবং তার বিরুদ্ধে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আনীত অভিযোগ তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।