তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের আসন্ন কাউন্সিলের প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবি শাখার সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।
শনিবার (১২ এপ্রিল) পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও কাউন্সিল সম্পন্ন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আল-মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠুও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
কাউন্সিলকে ঘিরে ১৩ থেকে ১৫ এপ্রিল কলেজ প্রাঙ্গণে সদস্য ফরম বিতরণ করা হবে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং পাবনার টিম প্রধান ও কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। আরও থাকবেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স।
আরও পড়ুনঃ সখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আমি কৃতজ্ঞ। একটি গণতান্ত্রিক পরিবেশে যোগ্য নেতৃত্ব বিকাশের জন্য নির্বাচনের বিকল্প নেই। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো এবং সুষ্ঠু কাউন্সিল সম্পন্নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”