
মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকান চালু করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার উত্তর পার্শ্বে অবস্থিত তিনটি আবাসিক হলের মধ্যবর্তী স্থানে আনুষ্ঠানিকভাবে এসব দোকানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হতো। এখন থেকে ক্যাম্পাসের মধ্যেই সেলুন, লন্ড্রি ও স্টেশনারির মতো অত্যাবশ্যকীয় সেবাগুলো সহজলভ্য হবে।” তিনি আরও বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এসব সেবা থেকে উপকৃত হবেন।”
আরও পড়ুনঃ কুড়িগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা এবং একাধিক শিক্ষার্থী।
এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন জীবনকে আরও সহজ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।