
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর নেতৃত্বে এই শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে নগরীর আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেয় রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী, যারা রঙিন পোশাক, মুখোশ ও সাংস্কৃতিক প্রতীক ধারণ করে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।
শোভাযাত্রায় প্রদর্শিত হয় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘ, ইলিশ মাছ, ও শান্তির পায়রাসহ নানা লোকজ উপকরণ, যা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। শোভাযাত্রা শেষে সারাদিনব্যাপী কলেজে চলতে থাকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।
আরও পড়ুনঃ বেরোবিতে সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন
এবারের বর্ষবরণ ছিল ভিন্ন মাত্রায়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এটি ছিল প্রথম বাংলা নববর্ষ উদযাপন। ফ্যাসিবাদমুক্ত এক নতুন চেতনার আলোকে এবারের উৎসব উদযাপনে দেশবাসীর মতো রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইও ছিল আনন্দে উদ্বেল।
নতুন বছরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সংস্কৃতিবান একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মুখর ছিল রাজশাহী কলেজের এই বর্ষবরণ আয়োজন।