spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে গ্রেফতারের পর শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আটক তাওহীদুল ইসলাম দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান জানান, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আরও পড়ুনঃ যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেয়র ডা. শাহাদাত

গ্রেফতার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।