তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ৫০ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা করে বছরে মোট ছয় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২০ এপ্রিল) ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রকল্যাণ বিভাগ কর্তৃক পরিচালিত “শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫”-এর কার্যক্রম চলতি মাস থেকেই শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে ৫০ জন শিক্ষার্থীকে এক বছর মেয়াদে প্রাথমিকভাবে এই সহায়তার জন্য মনোনীত করা হয়েছে। তবে ভবিষ্যতে শাখার সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষাবৃত্তির পরিসরও বাড়ানো হবে।
শাখা সেক্রেটারি ইউসুব আলী জানান, এই বৃত্তি মূলত মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং পারিবারিকভাবে স্বাবলম্বী নয়—এমন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে বিবেচনায় আনা হয়েছে। প্রতিজনকে ন্যূনতম ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত মাসিক বৃত্তি প্রদান করা হবে।
আরও পড়ুনঃ ময়মনসিংহ গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর আটক
তিনি আরও বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা যেন শুধুমাত্র আর্থিক সংকটে তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত না করে। শিক্ষাবৃত্তি প্রকল্পের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং এই প্রকল্প তারই ধারাবাহিকতা।”
প্রসঙ্গত, “শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫”–এর আবেদন গ্রহণের সময়সীমা ছিল ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকল্পের আওতায় স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।