
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বরে আয়োজিত এ সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড বহন করে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতি অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, “পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, “দেশে প্রতিদিন হত্যার ঘটনা ঘটছে, কিন্তু আমরা কোথাও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না। আমরা আনোয়ার, আছিয়া, আজ পারভেজের জন্য মানববন্ধন করছি। জানি না, আগামীকাল আর কার জন্য আমাদের দাঁড়াতে হবে। খুনির কোনো দলীয় পরিচয় নেই, সে শুধু একজন অপরাধী।”
সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, “গত ১৯ তারিখ সন্ধ্যায় পারভেজ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সবাই মানবিক মানুষ—ধর্ম, দল বা মত নয়, পরিচয় হওয়া উচিত ‘মানুষ’ হিসেবে। বিগত ১৫ বছরে তনু, সাগর-রুনীসহ একাধিক হত্যাকাণ্ড ঘটলেও কোনো বিচার হয়নি। জুলাই পরবর্তী সরকার আইনের শাসন নিশ্চিত করবে বলে আশা ছিল, কিন্তু আজও আছিয়া, পারভেজসহ অনেক হত্যার বিচার হয়নি—এটা আমাদের হতাশ করে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুনঃ ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
সমাবেশ থেকে বক্তারা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, পারভেজ হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানবিক সমাজ গঠনে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিই পারে ভবিষ্যতের অপরাধ রোধ করতে।