spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাভাবিপ্রবিতে শেখ রাসেল হলের দুই কক্ষ খালি করার নির্দেশ

মাভাবিপ্রবিতে শেখ রাসেল হলের দুই কক্ষ খালি করার নির্দেশ

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলের ১১০ ও ৩১৬ নম্বর কক্ষ খালি করার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। উক্ত কক্ষে অবস্থানরত আসন বরাদ্দবিহীন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করে ব্যক্তিগত মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত এক অফিস আদেশে বলা হয়, আসন বরাদ্দহীন শিক্ষার্থীদের আগামী ২৯ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) দুপুর ১২টার মধ্যে নিজ উদ্যোগে উক্ত কক্ষসমূহ খালি করতে হবে। নির্দেশনা অনুসরণে ব্যর্থ হলে প্রশাসন কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী নেতাকর্মীসহ ৩১ জন গ্রেফতার

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবাসন নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং হল ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশা করছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সময়মতো নির্দেশনা পালন করে হলের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন।