spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে ইবি শিক্ষার্থীরা

কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে ইবি শিক্ষার্থীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনে অংশ নেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ইবি শাখার সভাপতি সাদেক আহমদসহ মোট নয়জন শিক্ষার্থী।

অনশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “কুয়েটের উপাচার্য ৩৭ জন শিক্ষার্থীকে যেভাবে বহিষ্কার করেছেন, তা পুরোপুরি অন্যায়। তাঁর নির্লজ্জতা সকল সীমা অতিক্রম করেছে। তিনি শিক্ষার্থীদের দাবি তোয়াক্কা করছেন না, বরং তাদের ওপর বিভিন্নভাবে দমনপীড়ন চালাচ্ছেন। এমনকি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে কুয়েটের শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা অনশনে বসেছি।”

তারা আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ পদত্যাগ না করছেন, ততক্ষণ আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের এই অনশন শুধু একাত্মতা নয়, এটি একটি প্রতিবাদ—একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ।”

আরও পড়ুনঃ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

প্রসঙ্গত, কুয়েট শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ এক দফা দাবিতে গত ২১ এপ্রিল বিকেল পৌনে ৪টা থেকে আমরণ অনশন শুরু করেন। চলমান অনশনে ইতোমধ্যে ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, একজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ইবি শিক্ষার্থীদের এই সংহতি কর্মসূচিকে কুয়েট আন্দোলনের প্রতি এক শক্তিশালী সমর্থন হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় অঙ্গনের অনেকে।