
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের গুচ্ছ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ২৬০ জন, যা শতকরা ৯৬.১৬ শতাংশ উপস্থিতির হার নির্দেশ করে।
একই সময়ে দেশের ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত এই সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে অংশ নিয়েছেন মোট ২৩ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। এই ইউনিটটি মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন উপাচার্য ও অন্যান্য কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ত্রিশালে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হবে ১৭৩ একর জায়গায়
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ল. ড. আকতার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র্যাব, গোয়েন্দা সংস্থা, আনসার বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তা ও অপরাধ দমন নিশ্চিত করতে কাজ করে ভ্রাম্যমাণ আদালতও। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং রোভার স্কাউট গ্রুপের সদস্যরা পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে সহযোগিতা ও দিকনির্দেশনা দেন।
সার্বিকভাবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গুচ্ছভুক্ত এই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।