spot_img

― Advertisement ―

spot_img

থমকে কেন ‘পর্দা কর্নার’ উদ্যোগ: শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বাস্তবায়নে নেই অগ্রগতি

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘পর্দা কর্নার’ স্থাপনের দাবির ছয় মাস অতিক্রম হলেও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাভাবিপ্রবিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

মাভাবিপ্রবিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে মোট ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৯৭ শতাংশ উপস্থিত ছিলেন।

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আকন্দ।

ভর্তি পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, ক্লাব ও ছাত্রসংসদের সদস্যরা তথ্য প্রদান, বিশুদ্ধ পানির সরবরাহ এবং বসার ব্যবস্থাসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেন।

পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস চ্যান্সেলর বলেন, “পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রশাসন, শিক্ষক, কর্মচারী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আরও পড়ুনঃ ইবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা

পরীক্ষার্থীদের প্রতিক্রিয়াতেও উঠে এসেছে সন্তুষ্টির কথা। অংশগ্রহণকারী শিক্ষার্থী এমদাদুল হক জানান, “পরীক্ষার পরিবেশ ঠিকঠাক ছিল। প্রশ্ন মাঝারি মানের ছিল।” আরেক পরীক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে সহযোগিতা পেয়েছি, সময়মতো পরীক্ষা দিতে পেরেছি।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে। যথাসময়ে ফলাফল প্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।