spot_img

― Advertisement ―

spot_img

পরিবহন ও জনবল সংকটে ধুঁকছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ তীব্র পরিবহন ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে ধুঁকছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী ৩ রুট ও নতুন যুক্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসববিতে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ববিতে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (বাণিজ্য শাখা) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ (বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাস্মদ মোস্তফা কামাল ভবন) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ৮৭৬ জনের মধ্যে প্রায় ৯৬.৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর কায়ছার।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই বিএনসিসির নেতৃত্বে পরীক্ষার্থীদের মূল ফটক দিয়ে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালীন বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রসিদ, প্রক্টর সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি, নিরাপত্তা কর্মী ও সাংবাদিকরা।

পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তাদের যেকোনো প্রয়োজনে মেডিকেল, ফায়ার সার্ভিসসহ জরুরি সব বিষয় প্রস্তুত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়জুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অসংগতি বা অভিযোগ পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা বলী

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরিশাল বিভাগীয় পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশ, ভ্রাম্যমাণ আদালতসহ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পাশাপাশি সার্বক্ষণিক সহযোগিতায় ছিল বিএনসিসি ও রোভার স্কাউটসের সদস্যরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে আগত অভিভাবকদের জন্য স্থাপিত অভিভাবক কর্নারে বিশুদ্ধ পানির সরবরাহ, মেডিকেল সেবা ও পরিবহন সহায়তা ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে এ ভর্তি পরীক্ষার আয়োজন প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট সকল মহলে।