
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এতে ৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মোট ৩৩৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসান এক ভিডিও বার্তায় ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ২০২৪ সালে আয়োজিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৮৪৪ জন। এর মধ্যে ছাত্র ছিল ১১৪৫ জন এবং ছাত্রী ১৬৯৯ জন। সাধারণ গ্রেডে ২৩২ জন এবং ট্যালেন্টপুলে ১০৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যারা ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তারা সাধারণ গ্রেড এবং যারা ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তারা ট্যালেন্টপুলে স্থান পেয়েছে।
বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা হলো: চতুর্থ শ্রেণি: মোট ১১০ জন (ছাত্র ৫২, ছাত্রী ৫৮), পঞ্চম শ্রেণি: মোট ১০৬ জন (ছাত্র ৪৭, ছাত্রী ৫৯), ষষ্ঠ শ্রেণি: মোট ২৬ জন (ছাত্র ৮, ছাত্রী ১৮), সপ্তম শ্রেণি: মোট ২৫ জন (ছাত্র ৭, ছাত্রী ১৮), অষ্টম শ্রেণি: মোট ৩৫ জন (ছাত্র ২১, ছাত্রী ১৪), নবম শ্রেণি: মোট ৩৪ জন (ছাত্র ১৫, ছাত্রী ১৯)।
ফলাফল প্রকাশের সময় মাহমুদুল হাসান বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। এছাড়া সংগঠনটি মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ অভিযান, লিডারশিপ ট্রেনিং ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ ও ঈদ সামগ্রী প্রদানসহ নানাবিধ শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করছে।”
আরও পড়ুনঃ রাসূল (সা.)-কে কটূক্তিকারী ইবির সেই কর্মকর্তা পলাতক
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা যারা বৃত্তি পেয়েছো, তোমাদের আন্তরিক অভিনন্দন। আমরা আশা করি তোমাদের সততা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। খুব শিগগিরই চমৎকার আয়োজনের মাধ্যমে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একযোগে বেশ কয়েকটি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।