
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “নতুন প্রজন্ম ছাত্ররাই একদিন কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আর সেইদিনই আমাদের দেশের বেকারত্বের অবসান ঘটবে”—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত “Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking” শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “চীন একসময় আমাদের অর্থনৈতিক সমপর্যায়ে ছিল। কিন্তু আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। তাদের এই সাফল্যের মূল রহস্য ঘরে ঘরে শিল্প এবং উদ্যোক্তা তৈরি।”
উপাধ্যক্ষ আরও বলেন, “আমাদের দেশে উদ্যোক্তা হওয়ার পথে ব্যাংকের উচ্চ সুদহার, সরকারি সেবার সীমাবদ্ধতা এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত হওয়ার মতো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এসব সমস্যার সমাধান হলে উদ্যোক্তা হতে চাওয়া তরুণরা সাহস ও সুযোগ পাবে।”
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাসের বাইরে নিয়ে যেতে চাই। নিজস্ব অর্থায়নে ক্লাবগুলো পরিচালনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলছি, যা অন্যান্য কলেজের তুলনায় রাজশাহী কলেজকে এগিয়ে রেখেছে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিভিন্ন সেক্টরে সফলতা অর্জন করছে। তারা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে রাজশাহী কলেজকে দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত করবে।”
আরও পড়ুনঃ চট্টগ্রামে ১০লাখ গাছ রোপণের ঘোষণা মেয়রের: ৯১’র ঘূর্ণিঝড় স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং আরসিবিসি’র প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ গোলাম রাব্বানী।
ব্যাংকিং খাত নিয়ে মূল আলোচনায় অংশ নেন প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মোঃ আব্দুল হালিম, ঢাকা হেডকোয়ার্টার থেকে কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের এসইভিপি ও লিয়াবিলিটি হেড মোছাঃ শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অফ ফাইনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং মোঃ এম এম মাহবুব হাসান।