মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ বিজনেস ক্লাব (আরসিবিসি)-এর উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হলো একটি বিশেষ সেমিনার—“Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking”—যা পরিচালনা করে প্রাইম ব্যাংক।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি মোঃ নাজমুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন আইটি সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন।
সেমিনারের প্রধান অতিথি রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী বলেন, “দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ সবসময় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ছাড়াও দক্ষতা বৃদ্ধিতে ক্লাবভিত্তিক কার্যক্রমে উৎসাহিত করে আসছে। আমরা শিক্ষার্থীদের জন্য আইসিটি, ইংরেজি ভাষা দক্ষতা, নেতৃত্বগুণসহ বিভিন্ন উন্নয়নমূলক কোর্স চালু করেছি, যার সুফল শিক্ষার্থীরা ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অর্জন করছে।” তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও রাজশাহী কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং আরসিবিসি’র প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ গোলাম রাব্বানী।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ‘Youth Engaging and Empowering in Banking’ বিষয়ে মূল আলোচনা করেন ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মোঃ আব্দুল হালিম, এসইভিপি ও লিয়াবিলিটি হেড মোছাঃ শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইনান্সিয়াল ইনক্লুশন মোঃ এম এম মাহবুব হাসান।
আলোচনায় বক্তারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি, ডিজিটাল ব্যাংকিংয়ের ভূমিকা, স্কিল ডেভেলপমেন্টে ব্যাংকিং খাতের সম্ভাবনা এবং তরুণদের জন্য ফিনান্সিয়াল ইন্ডিপেনডেন্স অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে অস্থায়ী ঘরে আশ্রিত অসহায় দম্পতির পাশে ‘ইনসাফ’
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক কর্মকর্তাদের কাছে নানা বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ শোনেন। আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।