তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইবি কেন্দ্রের মোট ৬ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৬৪৭ জন উপস্থিত ছিলেন, যা শতকরা ৯৬ শতাংশ। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, ভ্রাম্যমাণ আদালত ছাড়াও নিরাপত্তা কাজে সহায়তা করেছে বিএনসিসি ও রোভার স্কাউটস।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ বেরোবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরিদর্শন শেষে উপাচার্য জানান, “পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের উপস্থিতিও অত্যন্ত সন্তোষজনক ছিল।” এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সহযোগিতায় তথ্য সহায়তা বুথ স্থাপন করা হয়।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনলাইনে ফলাফলসহ অন্যান্য তথ্য পাবেন https://gstadmission.ac.bd ওয়েবসাইটে।