spot_img

― Advertisement ―

spot_img

থমকে কেন ‘পর্দা কর্নার’ উদ্যোগ: শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বাস্তবায়নে নেই অগ্রগতি

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘পর্দা কর্নার’ স্থাপনের দাবির ছয় মাস অতিক্রম হলেও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস‘গবেষণা উৎকর্ষ সম্মাননা ২০২৫’ পেলেন ঢাবি অধ্যাপক ও মাভাবিপ্রবির উপাচার্য ড....

‘গবেষণা উৎকর্ষ সম্মাননা ২০২৫’ পেলেন ঢাবি অধ্যাপক ও মাভাবিপ্রবির উপাচার্য ড. আনোয়ারুল আজিম আখন্দ

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(মাভাবিপ্রবি) উপাচার্য ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ ‘DU Research Excellence Recognition 2025’–এ Certificate of Appreciation অর্জন করেছেন।

উচ্চমানের গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ের প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২ মে) এক অনাড়ম্বর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এক্সিলেন্স কর্তৃপক্ষের লিংকডইন স্টেটাসে বলা হয়, অধ্যাপক আখন্দের গবেষণাকর্ম শুধু বিজ্ঞান ক্ষেত্রেই নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাঁর গবেষণা আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছে বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে প্রতিনিধিত্ব করছে।

আরও পড়ুনঃ ইবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন; উপস্থিতি ৯৬ শতাংশ

সম্মাননা গ্রহণের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক আখন্দ বলেন, “আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি আমাকে আরও নতুন গবেষণায় অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ একজন খ্যাতনামা জিন প্রকৌশল ও বায়োটেকনোলজি গবেষক। তাঁর নেতৃত্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণাভিত্তিক শিক্ষায় দ্রুত এগিয়ে চলেছে।