spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস৭মে শুরু হচ্ছে কুবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

৭মে শুরু হচ্ছে কুবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস আবারও মুখর হয়ে উঠতে যাচ্ছে খেলাধুলার উন্মাদনায়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৭ মে (বুধবার) থেকে শুরু হচ্ছে ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে ঘোষিত তারিখ ও সময় অনুসারে প্রতিযোগিতার খেলাগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এবং সময়সূচি মেনে প্রতিযোগিতা পরিচালিত হবে।

উপ-পরিচালক মনিরুল আলম বলেন, “খেলা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। সবার সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুনঃ রাষ্ট্র বিনির্মাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাড় দিতে প্রস্তুত রাজনৈতিক জোটগুলো: আলী রীয়াজ

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে। আমরা চেষ্টা করবো গতবারের চেয়েও ভালো একটি আয়োজন করতে। আমাকে বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি সততার সঙ্গে পালন করবো।”

উল্লেখ্য, গত ১ মে ‘অনিবার্য কারণে’ প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই শুরু হচ্ছে টুর্নামেন্টটি।