
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, “২০১৩ সালে রাসূল (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামপ্রেমী মুসল্লিরা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিলেও সেদিন তাদের ওপর রাষ্ট্রীয়ভাবে হামলা চালানো হয়। দিনের বেলায় ১১ জন মুসল্লিকে হত্যা এবং রাতের বেলায় শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়।”
তিনি অভিযোগ করেন, “এখনও পর্যন্ত এই ঘটনার বিচার হয়নি। বরং সরকার নির্লজ্জভাবে বিষয়টি ধামাচাপা দিয়েছে। সম্প্রতি ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ চলাকালেও এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম পরিদর্শনে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল
আসাদুজ্জামান ভূঁইয়া শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবির পাশাপাশি ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানান। একই সঙ্গে তিনি আওয়ামী লীগকে একটি ‘স্বৈরাচারী দল’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবিও তোলেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির, মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদ, রাজশাহী কলেজ শাখার সেক্রেটারি মোশাররফ হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।