
বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হক বারবার দায়িত্বে অবহেলা করছেন এবং শিক্ষার্থী বান্ধব আচরণ করছেন না। শিক্ষার্থীরা এ ঘটনায় তার পদত্যাগ দাবি করেছেন।
জানা গেছে, রবিবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী আসাদ ছিনতাইকারীদের হামলায় আহত হন। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও অভিযোগ রয়েছে, বিভাগের প্রধান ড. এমদাদুল হক সেখানে যাননি। শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত তারা ঘটনাস্থলে অবস্থান করলেও তাদের ‘অভিভাবক’ উপস্থিত হয়ে খোঁজও নেননি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার (৫ মে) বিভাগের সব শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তারা বলেন, পূর্বেও প্রেসক্লাব এলাকায় তাদের বিভাগের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন, তখনও বিভাগীয় প্রধান দায়িত্বশীল ভূমিকা রাখেননি।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন ঘটনায় তার নির্লিপ্ততা অগ্রহণযোগ্য এবং এই অবস্থানে তার থাকার অধিকার নেই।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার ঝড় ওঠে। শিফাত খান লিংকন নামের একজন মন্তব্য করেন, “সাব্বাস। ডিপার্টমেন্ট হেড পজিশন থেকে পদত্যাগ করাতেই হবে। কোনো এক্সকিউজ নয়।”
হারিশ রায় মন্তব্য করেন, “জবাবদিহিতা দরকার।” আরেকজন, নিলকান্তমণি সরকার লেখেন, “আজকের মধ্যে তাকে জবাব দিয়ে ক্ষমা চাইতে হবে। এখন আর আগের মতো দিন নেই যে, ইচ্ছেমতো দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে।”
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে খাল দখল করে দোকান নির্মাণ, বর্ষার আগেই জলাবদ্ধতার আশঙ্কা
এ বিষয়ে বিভাগের প্রধান ড. এমদাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিভাগের প্রধান তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জবাব না দেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না এবং তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।