মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটকের পর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা-পুলিশের হাতে তুলে দেন।
আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম মো. মাজহারুল ইসলাম আশিক। তিনি রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ক্ষুদ্রকমরপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সরকার পতনের পূর্বে গত ৫ আগস্ট পর্যন্ত তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসে আবাসিক ছিলেন।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, ভাইভা দিতে আসার সময় আশিককে দেখে তাদের সন্দেহ হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে আশিক জানায়, তার কাছে মোবাইল ফোন নেই এবং সে ফোন ব্যবহার করে না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রলীগের পুরোনো কার্যক্রমের ছবি দেখিয়ে তাকে শনাক্ত করা হয়। এসব ছবিতে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে আশিককে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, ১৬ তারিখে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দিনেও আশিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন, ঘাতক গ্রেপ্তার
রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “আশিক ছাত্রলীগের ঘনিষ্ঠ কর্মী এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী রাশিক দত্তের ঘনিষ্ঠ সহযোগী। আজ সে ভাইভা দিতে ক্লাসে প্রবেশ করলে আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করি।” তিনি কলেজ প্রশাসনের কাছে দাবি জানান, “জুলাই আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং মূল হোতাদের ছাত্রত্ব বাতিল করা হয়।”
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, “আশিকের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হয়নি। পূর্বের একটি মামলা চলমান রয়েছে, সেই মামলার আওতায় তাকে আদালতে চালান করা হবে।”