
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে তিনটি রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে হল প্রাধ্যক্ষের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট কক্ষগুলোতে বসবাসরত চার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মাদক সংশ্লিষ্টতার প্রমাণসহ চিহ্নিত করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খাঁন। তার সঙ্গে ছিলেন আবাসিক শিক্ষক মো. গোলাম মাহমুদ পাভেল ও মোহাম্মদ ওমর ফারুক। অভিযানে ৪০৫, ৫০৫ ও ৫১৬ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় প্রাধ্যক্ষ জানান, অভিযুক্ত চার শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।
প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খাঁন বলেন, “আমরা প্রতিদিনের মতো আজকেও রেইড দিয়েছি এবং ৪ জনকে মাদকদ্রব্যসহ পেয়েছি। তাদের বিরুদ্ধে আগামীকাল প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও জানান, অভিযুক্ত চার শিক্ষার্থী কোনভাবেই হলে থাকতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।