spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’। বুধবার (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, সহকারী প্রক্টর মাহমুদুল হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।

প্রক্টর ড. মো. আব্দুল হাকিম বলেন, “খেলায় হার-জিত থাকবেই, সেটিকে মানসিকভাবে গ্রহণ করার প্রস্তুতি নিতে হবে। আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং খেলাধুলার মূল উদ্দেশ্য সফল করার দায়িত্ব খেলোয়াড়দেরই।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “গত কিছু খেলায় খেলোয়াড় ও দর্শকদের আচরণে কিছু ব্যত্যয় দেখা গিয়েছিল। এবার প্রত্যাশা করছি, সকল দল শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করবে। ভবিষ্যতেও এই খেলাধুলার ধারা অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ ল্যাপটপ চুরির পাঁচ মাসেও কার্যকর পদক্ষেপ নেই, নিরাপত্তাহীনতায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের খেলার পরিবেশ যেন শান্তি ও শৃঙ্খলার মধ্যে থাকে সেটাই আমাদের কাম্য। খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়, এটি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।”

উল্লেখ্য, ১৯টি বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ (সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত) ১০ ওভারে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচগুলো হবে ১৫ ওভারে। আগামী ২১ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হবে।