
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “Keeping Humanity Alive: Hope, Help, Heal”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫। দিনটি উপলক্ষে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং একটি ভাঁজপত্র উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন করা হয় কর্মসূচি।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় দলনেতা রবিউল হাসান মিন্টুর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় র্যালি। এরপর কলেজের কলা ভবনের ১০৬ নম্বর কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট রাজশাহী কলেজ ইউনিটের টিচার ইনচার্জ মো. জয়নাল আবেদিনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবী মানবতার সংগঠন, যারা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে মানুষের দুঃসময়ে। আমরা দেখেছি গাজায় ইসরায়েলি বর্বরতায় কীভাবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবন ঝুঁকি নিয়ে মানবতার সেবা করেছেন এবং অনেকেই এতে প্রাণ হারিয়েছেন।”
আরও পড়ুনঃ ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-ছাত্রশিবির
তিনি আরও বলেন, “রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটও বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ভবিষ্যতেও কলেজ প্রশাসন এই মানবিক কর্মধারায় সর্বাত্মক সহযোগিতা করে যাবে।”
উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এই আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী চেতনার চর্চায় নতুন মাত্রা যুক্ত হলো বলে মত প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।