spot_img

― Advertisement ―

spot_img

ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় থাকা ৩০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ৩৩জন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শেখপাড়া বাজার ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগানে আওয়াজ তোলেন, “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”, “আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”, “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”, “আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “চব্বিশের বাংলায়, সন্ত্রাসের ঠাঁই নাই”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “ক্ষমতা না জনতা, জনতা জনতা”।

বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট। তাঁর সঙ্গে ছিলেন সহ-সমন্বয়ক তানভীর মণ্ডল, ইয়াসিরুল কবির সৌরভ এবং তলাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক শামিমসহ শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুনঃ কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

সমাবেশে এস এম সুইট বলেন, “জুলাই আন্দোলনের মতো এবারও ধৈর্য নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি, কিছু ব্যক্তি আওয়ামী প্রশ্নে নমনীয়তা দেখাচ্ছেন। আশা করি, তারা আবারও কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেবেন। বাস্তবে ৫ আগস্ট আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।”

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ তাদের নৈতিক অধিকার হারিয়েছে। তাই আমাদের তিন দফা দাবি দ্রুত মেনে নিতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।”