তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আওতায় স্বতন্ত্র ‘ডি ইউনিট’ তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (১১ মে) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় মোট ২০২৪ জন ভর্তিচ্ছু আবেদন করলেও উপস্থিত ছিলেন ১৮২৮ জন পরীক্ষার্থী, যা মোট উপস্থিতির ৯০.৩২ শতাংশ। মেইন গেট দিয়ে প্রার্থীদের তল্লাশি করে দেড় ঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা ও সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখে প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের পদত্যাগ
পরীক্ষার্থীদের তথ্য ও স্বাস্থ্য সংক্রান্ত সেবা দিতে প্রশাসনের উদ্যোগে স্থাপন করা হয় তথ্য ও স্বাস্থ্য কর্নার। মেইন গেটের দুই পাশে শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক পরিচালনা করে বিভিন্ন ছাত্রসংগঠন।
পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের ভর্তি পরীক্ষা খুবই শান্তিপূর্ণভাবে, সবার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা প্রশংসনীয়ভাবে কাজ করেছেন। কর্মকর্তা-কর্মচারীরাও যথাযথ দায়িত্ব পালন করেছেন।”