
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১২০ নম্বরের মধ্যে জিপিএসহ ১০৪ দশমিক ২৫ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাকিবুল হাসান।
রোববার (১১ মে) রাত ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল প্রকাশ করে।
ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, এবারে মোট ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ২৮৭ জন উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
রাকিবুল হাসান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রত্নাহার দাখিল মাদ্রাসা থেকে এসএসসি এবং নামাজগড় গ. কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাস করেন তিনি।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাকিবুল হাসানের সঙ্গে সমান ১০৪ দশমিক ২৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন শয়ন আরাফাত (রোল: ডি-১৯৫৯)। ১০৪ দশমিক ০২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মেহেদী হাসান রনি (রোল: ডি-০৭৪৮)।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ ধর্মতত্ত্ব অনুষদের বিভিন্ন শিক্ষক।
আরও পড়ুনঃ ইবিতে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৯০.৩২ শতাংশ
এসময় উপাচার্য বলেন, “কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো যেভাবে হেল্প ডেস্ক পরিচালনা করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তারা শুধু পরীক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও সেবা দিয়েছে এবং ক্যাম্পাসের বাইরে থেকেও নানা প্রচারণায় সক্রিয় ছিল।”
তিনি পরীক্ষার সফল আয়োজনে ভূমিকা রাখা সকল ছাত্র সংগঠন, নিরাপত্তা কমিটি, রোভার স্কাউট ও বিএনসিসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।