spot_img

― Advertisement ―

spot_img

ইবি সিআরসি’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ফল উৎসব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং আনন্দে ভরিয়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির হলে নতুন দুই প্রভোস্ট নিয়োগ

ইবির হলে নতুন দুই প্রভোস্ট নিয়োগ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন। শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।

সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে। পরদিন ১৫ মে থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত দুইজন আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কুবি ছাত্রদলের কেক কাটা ও মিষ্টি বিতরণ

নিয়োগ আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী দায়িত্ব পাওয়ার বিষয়ে বলেন, “হলের দায়িত্ব পেয়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলব, তাঁদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আমার প্রধান লক্ষ্য থাকবে একটি নিরাপদ, স্বচ্ছ ও সহযোগিতামূলক আবাসিক পরিবেশ নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।”