মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তায়েজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ যহুর আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা শিক্ষার্জনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ কিংবা যে কোনো পেশায় নিয়োজিত হবে। তবে যেই পেশায় থাকো না কেন, সততা যেন সবসময় অটুট থাকে।” তিনি শিক্ষার্থীদের জাতির অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের আদর্শ যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন ও সুলতানা পারভীন রুকুর সঞ্চালনায় অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
আরও পড়ুনঃ ইবির হলে নতুন দুই প্রভোস্ট নিয়োগ
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ৩য় বর্ষের শিক্ষার্থী মো. জাকি মুজাহিদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একই বর্ষের মিফতাহুল জান্নাত। এছাড়া বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনার্স জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।
বক্তব্যপর্ব শেষে অতিথিবৃন্দ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে ভরা এই সাংস্কৃতিক আয়োজনে বিদায় মুহূর্তটি আনন্দঘন ও স্মরণীয় হয়ে ওঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য।