spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনবীনদের বরণ করলো রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাব

নবীনদের বরণ করলো রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাব

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ ‘স্বপ্ন দেখেছি যখন, জব প্রিপারেশন ক্লাবেই হবে পূরণ’—এই অঙ্গীকারকে সামনে রেখে রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাব (আরসিজেপিসি) নবাগত সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে ক্লাবটির আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সভাপতি মাহমুদ আল ফারাবি সেলিম ও কার্যনির্বাহী সদস্য মোছাঃ কুইন রাণী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “জব প্রিপারেশন ক্লাব একটি বড় প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সরকারি চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে। রাজশাহী কলেজের গৌরবময় শিক্ষাব্যবস্থার একটি ধারাবাহিক প্রতিফলন এই ক্লাব।” তিনি আরও বলেন, “আমরা যারা শিক্ষকতায় রয়েছি, তোমাদের সঠিক পথে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি। তোমরাই আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে—প্রশাসন, শিক্ষা কিংবা অন্যান্য ক্যাডারে তোমাদের সফল উপস্থিতিই রাজশাহী কলেজের মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং ক্লাবের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর মোঃ ফারুক হোসেন।

আরও পড়ুনঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাশে ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা

নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে মনিকা বলেন, “পড়াশোনা শেষ করে সফল হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছি, তবে শুরুটা কোথা থেকে করব বুঝে উঠতে পারছিলাম না। এই ক্লাব আমাকে সেই দিকেই এগিয়ে নিতে সহায়তা করবে বলে বিশ্বাস করি।”

অন্যদিকে, সদস্য মেহেদী হাসান বলেন, “আমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে এই ক্লাবে এসেছি। আশা করছি, এই ক্লাবের মাধ্যমে সেই স্বপ্ন একদিন বাস্তব হবে।”

অনুষ্ঠান শেষে নবীন সদস্যদের হাতে কোর্স প্ল্যান তুলে দেওয়া হয় এবং তাদের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।