spot_img

― Advertisement ―

spot_img

নকল করলে চার বছর পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় নকল বা যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিলের পাশাপাশি সর্বোচ্চ চার বছরের জন্য পরীক্ষায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাবি প্রশাসনিক ভবনে তালা, কর্মকর্তাদের ২ মিনিটের আল্টিমেটাম—ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনের

ঢাবি প্রশাসনিক ভবনে তালা, কর্মকর্তাদের ২ মিনিটের আল্টিমেটাম—ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনের

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনে ‘প্রতীকী অবরোধ’ কর্মসূচির অংশ হিসেবে ২ মিনিটের আল্টিমেটাম দিয়ে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঢাবি প্রশাসনিক ভবনে প্রবেশ করে রুমে রুমে গিয়ে কর্মরতদের বলেন—“২ মিনিটের মধ্যে রুম খালি করুন।” কিছুক্ষণের মধ্যে ভবনের সকল কক্ষে তালা লাগানো হয় এবং কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য হয়ে বাইরে চলে আসেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ভবনে উপস্থিত ছিলেন না।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তারা (ছাত্রদল ও বাম নেতাকর্মীরা) হঠাৎ করেই এসে বললেন সব বন্ধ থাকবে। কেউ কাজ করতে পারবে না। এমন আচরণে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং বের হয়ে যাই।”

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ধর্ম সম্পাদক শরীফ উদ্দিন সরকার, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, কবি জসীম উদ্দিন হলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম, সূর্যসেন হলের প্রচার সম্পাদক প্রান্ত মাহমুদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সংগঠক সীমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঘটনার বিষয়ে ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ বলেন, “আমরা কাউকে খারাপভাবে কিছু বলিনি। ভদ্রভাবে সবাইকে বেরিয়ে যেতে বলেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তারা তা চালিয়ে যাচ্ছিলেন। কেউ কালো ব্যাজও পরেননি। তাই আমাদের কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অবরোধ করি।”

তবে ঢাবির রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়ালি প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেনি। গতকাল ঘোষণা হয়েছিল কেবল অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ নতুন করে সিদ্ধান্ত হয়েছে পূর্ণদিবস ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, কিন্তু অফিস কার্যক্রম চলবে। সেই প্রেক্ষিতেই তারা (ছাত্ররা) জোরপূর্বক আমাদের বের করে দিয়েছে।”

আরও পড়ুনঃ ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ঢাকায় গ্রেপ্তার

প্রসঙ্গত, ঢাবি শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এই হত্যার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, প্রশাসন ও শিক্ষক সমাজ হত্যাকাণ্ডের ঘটনায় নীরব থাকায় তারা ‘প্রতীকী অবরোধের’ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের জোরপূর্বক তালাবদ্ধ করার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে প্রয়োজনীয় প্রতিবাদের ভাষা হিসেবে দেখলেও, অনেকে প্রশাসনিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।