মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ ক্লাস চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত শ্রী কৃষ্ণ কুমার ঘোষকে ধরে পুলিশে দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) দুপুর ২টায় বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
কৃষ্ণ কুমার ঘোষ কলেজের ছাত্র নন; ইন্টারমিডিয়েট পাস করে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করেছেন।
বাংলা বিভাগের শিক্ষার্থীরা জানান, ক্লাস শুরু থেকেই তার পোশাক ও বইখাতা‑বিহীন উপস্থিতি সন্দেহ জাগায়। পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে রোল নম্বর ৮৪, পরে ১৮৪ বলেন, অথচ ১৮৪ নম্বর রোলের প্রকৃত শিক্ষার্থী সাইফুদ্দিন তখনই ক্লাসে ছিলেন। ক্লাস শেষেও মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেলে ছাত্ররা তার কাছে বিভাগ‑সংক্রান্ত তথ্য জানতে চান; সঠিক জবাব না‑পেয়ে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে কৃষ্ণ কুমার স্বীকার করেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে কলেজে এসে ভিন্ন ভিন্ন বিভাগে ক্লাস করতেন এবং ছাত্রীদের পরিচয় চাইতেন। বাংলা ও মনোবিজ্ঞান বিভাগসহ একাধিক বিভাগের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে বিভাগীয় শিক্ষকরা বোয়ালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ ইবিতে ‘রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি’‑শীর্ষক পিএইচডি সেমিনার
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের দূরসম্পর্কের খালাতো ভাই এবং গত ২৩ জুলাইয়ের ‘জুলাই অভ্যুত্থান’ আন্দোলনের সময় রকির সঙ্গে তার ফোনে যোগাযোগের রেকর্ড রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ‑পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, কলেজ কর্তৃপক্ষ ইভটিজিং‑এর অভিযোগে মামলা করেছে, আসামিকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।