তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ফাজিল ও কামিল পর্যায়ে আর কোনো সেশনজট থাকবে না—আগামী এক বছরের মধ্যেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট‑মুক্ত করার অঙ্গীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।
রবিবার(১৮ মে) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আরবি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠেছে; সুচারু পরীক্ষাপদ্ধতি ও কারিকুলাম সংস্কারের মাধ্যমে ফাজিল‑কামিল স্তরকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনব।”
উপাচার্য জানান, মাদরাসা শিক্ষায় যুগোপযোগী পরিবর্তন আনাই তাঁর প্রধান লক্ষ্য। “কারিকুলাম এমনভাবে গড়ে তুলছি, যাতে সামাজিক‑ধর্মীয় জ্ঞান ছাড়াও আধুনিক বিজ্ঞান, তথ্য‑প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় দক্ষ আলেম প্রস্তুত হয়,” বলেন তিনি। এ লক্ষ্যে মাদরাসা পাঠ্যক্রমে সমন্বিত সাধারণ শিক্ষা‑সিলেবাস সংযোজন এবং পরীক্ষাপদ্ধতি ডিজিটালাইজেশনের কাজ এগোচ্ছে।
কারিকুলাম‑পরিবর্তন ও পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে ২০২6 শিক্ষাবর্ষ শুরুতেই ফাজিল‑কামিলে আর কোনো পেন্ডিং সেমিস্টার থাকবে না—এমন আশাবাদ ব্যক্ত করে উপাচার্য বলেন, “সেশনজটমুক্ত সুসংগত বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের দায়বদ্ধতা; সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করলে লক্ষ্য অর্জন অবশ্যম্ভাবী।”
আরও পড়ুনঃ কুবির দ্বিতীয় সমাবর্তন পিছিয়ে নভেম্বরের মাঝামাঝি
সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)‑এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব রিফাতসহ ক্যাম্পাসভিত্তিক গণমাধ্যমকর্মীরা।