
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হল‑শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রবিবার(১৮ মে) বেলা দেড়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশ থেকে নেতারা ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘খুনের বিচার চাই’—ইত্যাদি স্লোগান দেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা‑কর্মীরা বক্তব্য দেন। মাসুদ রুমী বলেন, “জুলাই আন্দোলনে সাম্যের ভূমিকা ছিল অবিস্মরণীয়; অথচ অন্যান্য ছাত্রসংগঠন নীরব। সরকারকে বলছি—সুষ্ঠু তদন্ত করে খুনিদের শাস্তি দিতে হবে, না‑হলে ছাত্রদল কঠোর আন্দোলনে যাবে।”
আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, “সোহরাওয়ার্দী উদ্যানে পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করেছে একটি দুর্বৃত্তচক্র, পরে অপপ্রচার ছড়িয়ে হত্যাকে আড়াল করার চেষ্টা চলছে। ইন্টারিম সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে কেউ নিরাপত্তাহীনতায় না‑ভোগে।”
আরও পড়ুনঃ এক বছরের মধ্যে ফাজিল ও কামিল সেশনজট মুক্ত হবে: ইআবি উপাচার্য
ছাত্রদল নেতারা প্রশাসনের প্রতি ‘গুজব ও চরিত্রহননের অপচেষ্টা চালানো গোষ্ঠীকে’ শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান এবং ঘোষণা দেন—বিচার না‑হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।



