
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু নাইম।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায়। ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। পরে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীদের বরাতে জানা গেছে, রাশেদুল ইসলাম ঈদের ছুটিতে জয়পুরহাটে ছিলেন। ক্যাম্পাসে ফেরার পথে তিনি রাতের ট্রেনে পোড়াদহ হয়ে কুষ্টিয়া পৌঁছান। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দেন। বাসের ইঞ্জিন কাভারে বসা অবস্থায় বিত্তিপাড়া এলাকায় বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। ধাক্কার তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদুল ছিটকে পড়েন এবং মারাত্মক আঘাত পান।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, “শিক্ষার্থীটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে আগেই তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হচ্ছে।”
আরও পড়ুনঃ ময়মনসিংহে গলি থেকে নারীর মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
রাশেদুলের মৃত্যুর খবরে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী এই ছাত্র ছিলেন সবার প্রিয়। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত রাশেদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সংশ্লিষ্টরা দুর্ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।