
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা পরিবহন ও চিকিৎসা সেবা উন্নীতকরণসহ চার দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (২২ জুন) দুপুরে এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা চারটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্থায়ী সংস্কারের লক্ষ্যে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার আয়োজন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নতকরণ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ইবি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিট সংরক্ষণের ব্যবস্থা। পরিবহন পুল থেকে অযোগ্য (ফিটনেসবিহীন) যানবাহন অপসারণ এবং চালক ও সহকারীদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা। পরিবহন সংকট নিরসনে জরুরিভিত্তিতে নতুন যানবাহন সংযোজন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক পরিচিতি বহন করে। কিন্তু শিক্ষার্থীদের যাতায়াত এবং স্বাস্থ্যসেবার মৌলিক চাহিদা আজও অপূর্ণ রয়ে গেছে। এসব সমস্যা দূর না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা হুমকির মুখে পড়বে।”
আরও পড়ুনঃ ইবি নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ বিতরণ
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্মারকলিপি গ্রহণ করে বলেন, “দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ও প্রাসঙ্গিক। আমরা এগুলো অফিসিয়ালি গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করব। সড়ক সংস্কারের বিষয়টি প্রক্টর দেখবেন, মেডিকেল সেন্টারকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। পরিবহনের বিষয়ে ইতোমধ্যে আমরা আবেদন করেছি, তবে মন্ত্রণালয় এখন গাড়ি দিচ্ছে না। এছাড়া প্রধান ফটকে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।”
তিনি আরও আশ্বাস দেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।