spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে ফের নেকাব নিয়ে কটাক্ষের অভিযোগ ইবি শিক্ষকের বিরূদ্ধে

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ভাইভাতে নেকাব নিয়ে কটাক্ষসহ বিভিন্নভাবে হেনস্তার অভিযোগ করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের ২০১৯-২০ বর্ষের এক ছাত্রী। অভিযুক্ত বিভাগের সহযোগী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসউন্নত পরিবহন-একাডেমিক সেবার দাবিতে ইবি ছাত্রদলের ১০ দিনের আলটিমেটাম

উন্নত পরিবহন-একাডেমিক সেবার দাবিতে ইবি ছাত্রদলের ১০ দিনের আলটিমেটাম

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ও একাডেমিক সেবার মানোন্নয়নের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইবি শাখা ছাত্রদল। আগামী ১০ দিনের মধ্যে দাবি আদায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন সংগঠনটি।

সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ছাত্রদল দুই দফা দাবি তুলে ধরে জানায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন গাড়িগুলো দ্রুত বাতিল করতে হবে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশা নিরসনে সরকারিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে সনদপত্র, নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনের প্রক্রিয়া সহজতর করতে হবে এবং ভর্তি সংক্রান্ত জটিলতা দূরীকরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

স্মারকলিপি প্রদানকালে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার। ক্যাম্পাসের পরিবহন মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা চাই, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক। অন্যথায় আগামী ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আমরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হব।”

আরও পড়ুনঃ মেহেরপুর নবাবি আমলের ঐতিহ্যবাহী গড়পুকুর এখন ময়লার ডাস্টবিনে পরিণত

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দাবিগুলো খুবই চমৎকার ও যৌক্তিক। আমরা আনুষ্ঠানিকভাবে এই দাবিগুলো গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্রুত সমন্বয় করব।”

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস হোসেন, সাক্ষর, অনিক, রিয়াজ, বাপ্পি, হাফিজ, রশিদসহ আরও অনেকে।