
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) আইন প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ সার্বিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১০ দফা দাবি উপস্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বুধবার (২৫ জুন) দুপুরে সংগঠনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
সংগঠনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামাতুল্লাহ ফারিস, সাংগঠনিক সম্পাদক ইসমাইল তাকবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাডেমিক ও প্রশাসনিক নানা সমস্যায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতির পাশাপাশি শিক্ষার পরিবেশ ও নৈতিক কাঠামোতে নেতিবাচক প্রভাব পড়ছে, যার সমাধানে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত অন্য সব অযৌক্তিক কোটা বাতিল, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কার, মুসলিম ছাত্রীদের নামাজের সুব্যবস্থা, সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা, উচ্চশিক্ষায় ভর্তির ফি কমানো, আধুনিক পানি ফিল্টার স্থাপন, চিকিৎসাকেন্দ্রে উন্নত স্বাস্থ্যসেবা, ছাত্রী হলগুলোতে হাইজিন সামগ্রী নিশ্চিতকরণে ভেন্ডিং মেশিন স্থাপন, একাডেমিক শাখায় সেবা সহজীকরণ এবং ইকসু আইন প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “এই ১০ দফা শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষায় অপরিহার্য। প্রশাসন যদি এসব দাবি গুরুত্ব সহকারে বাস্তবায়ন না করে, তবে আমরা গণতান্ত্রিক উপায়ে দাবিগুলো আদায়ে আন্দোলনে যেতে বাধ্য হব।”
আরও পড়ুনঃ চমেক হাসপাতালে র্যাবের সাঁড়াশি অভিযান: দালাল চক্রের ৭০ জন আটক, ২১ জনের সাজা
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দাবিগুলো যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব। আমরা ইতোমধ্যে কিছু বিষয়ের বাস্তবায়নে কাজ করছি। তবে ইকসু গঠন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা সমাধানে আমরা আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি। শিক্ষার্থীদের চাহিদা বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।”
এসময় শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চান বলে জানান তারা।