spot_img

― Advertisement ―

spot_img

সাজিদের খুনিদের বের করতে না পারা ইন্টেরিমের ব্যর্থতা: ইবি ছাত্রশিবির সভাপতি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেছেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদকে হত্যার ৯৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের দুটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।

পরীক্ষা সম্পর্কে অধ্যাপক কামরুল হাসান বলেন, “এ বছর মোট ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮০ জন। যদিও উপস্থিতির হার কম, তবে গত বছরের তুলনায় এবার উপস্থিতি বেড়েছে। পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”

আরও পড়ুনঃ রামগঞ্জে চাঁদার দাবিতে মিলকর্মীকে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসী বাহিনী

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলছে। এর অংশ হিসেবে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে। আমরা আশা করি, এখান থেকে গুণগত শিক্ষার্থীদের বাছাই করা সম্ভব হবে।”

পরীক্ষা শেষে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা জানান, প্রশ্নের মান ছিল যথাযথ ও মানসম্মত, এবং পরীক্ষার পরিবেশ ছিল স্বস্তিদায়ক।