
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৯তম সম্মেলন আগামী ১৬ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৩৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করেছে সংগঠনটি।
শুক্রবার (২৭ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি ১৯তম সম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ওবাইদুর রহমান আনাস এবং আহ্বায়ক হবেন সাদিয়া মাহমুদ মীম। সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন উপ-পরিষদও গঠন করা হয়েছে এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে।
আরও পড়ুনঃ সাভারে জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাধারণ সম্পাদক নূর আলম উপস্থিত ছিলেন এবং সম্মেলনকে সফল করার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে সংগঠনটির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২০ ডিসেম্বর, ১৭তম কাউন্সিল হয় ২০২৩ সালের ২০ জানুয়ারি এবং সর্বশেষ ১৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি।