spot_img

― Advertisement ―

spot_img

ইবি সিআরসি’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ফল উৎসব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং আনন্দে ভরিয়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস“৭১ ও ২০০৯’র পর রাষ্ট্রের মালিকানা এক গোষ্ঠীর হয়ে যায়” — ইবি...

“৭১ ও ২০০৯’র পর রাষ্ট্রের মালিকানা এক গোষ্ঠীর হয়ে যায়” — ইবি উপাচার্য

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ “রাষ্ট্রের মালিক জনগণ হলেও ১৯৭১ এবং ২০০৯ সালের পর তা একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যায়” — এমন মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য বলেন, “অনেকে ক্ষমতার সুবিধা নিতে চেয়েছে, কিন্তু জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করে একজন ইউনিভার্সাল ক্যারেক্টারে পরিণত হয়েছেন। মাত্র তিন বছর ক্ষমতায় থেকে তিনি মানুষকে সেবা দিয়েছেন, রাষ্ট্রকে দিয়েছেন একটি রিপাবলিক রূপ।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান এমন একজন নেতা যিনি স্বল্প সময়েই জাতিকে একটি দর্শন দিয়েছেন। এই জাতি বহুমাত্রিক। তাই জাতীয়তাবাদকে অস্বীকার করার সুযোগ নেই। স্বাধীনতার পর এই দেশে সেকুলারিজম এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল যে, মানুষ ভাবতে শুরু করেছিল ইসলাম হয়তো বিলীন হয়ে যাবে। কিন্তু জিয়াউর রহমান জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে একত্রে ধারণ করে সামনে এগিয়ে যান। তিনি কোনো খণ্ডিত চরিত্র নন—তিনি আপামর জনতার নেতা।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মতিনুর রহমান।

আরও পড়ুনঃ সাভারে জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আলিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ বিএনপি ও ছাত্রদলপন্থী অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কসুলভ গুণাবলী, আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য এক মহানায়ক হিসেবে অভিহিত করেন।