
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং আনন্দে ভরিয়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)” আয়োজন করেছে দিনব্যাপী ফল উৎসব ২০২৫। একইসঙ্গে সিআরসি স্কুলের শিক্ষার্থীদের ষান্মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সক্রিয় শিক্ষকদের মাঝে আইডি কার্ড প্রদান করা হয়।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল নানা ধরনের ফলভিত্তিক খেলা, আনন্দ আয়োজন ও সুস্বাদু ফলভোজের ব্যবস্থা। আয়োজনে অংশ নেওয়া প্রতিটি শিশু যেন নিজের মতো করে দিনটি উপভোগ করে—সে লক্ষ্যে সব আয়োজন ছিল পরিপাটি, প্রাণবন্ত ও ভালোবাসায় ভরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, “সিআরসি দীর্ঘদিন ধরে ইবি ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। এই ছোট আয়োজনে আমরা তাদের আনন্দ দিতে চাই। সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আমাদের প্রত্যাশা, এমন শিশুদের পাশে দাঁড়াবে সবাই।”
সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “এই আয়োজন শুধু উৎসব নয়, এটি ভালোবাসার বহিঃপ্রকাশ। শিশুদের যেন পরিবারবিহীন বা অবহেলিত না লাগে, সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ। তারা ফল চিনেছে, খেলেছে, আনন্দ করেছে। পরীক্ষার দিনটিকে আনন্দঘন করে তোলাই ছিল আমাদের উদ্দেশ্য।”
আরও পড়ুনঃ যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ইবি শিক্ষক; তদন্তে কমিটি গঠন
তিনি আরও বলেন, “শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে উৎসবের মাধ্যমে ফলাফল প্রদান একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। সমাজের সব মানুষের উচিত, এই শিশুদের পাশে থেকে তাদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সংগঠনের সাবেক-বর্তমান সদস্য ও সিআরসি স্কুলের শিক্ষকবৃন্দ। দিনটি রঙিন মুহূর্ত ও হৃদয় ছুঁয়ে যাওয়া হাসিতে ভরে ওঠে—যেখানে শিক্ষা, মমতা ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন ছিল দৃশ্যমান।