spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে আত্মরক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ৮৫ ছাত্রীকে বহ্নিশিখার সনদ প্রদান

রাজশাহী কলেজে আত্মরক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ৮৫ ছাত্রীকে বহ্নিশিখার সনদ প্রদান

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “আত্মবিশ্বাসে আত্মরক্ষা”—এই অঙ্গীকারকে সামনে রেখে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো বহ্নিশিখা-গ্রীন ভয়েসের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান। এতে আত্মরক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত কলেজের ৮৫ জন নারী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজের হাজী মোহাম্মদ মোহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এই আয়োজনে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি মোছা. রাবেয়া খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত ও শারমিন ফেরদৌস রিমা।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “নারীরা কেবল আত্মরক্ষায় নয়, বরং আত্মমর্যাদা বজায় রেখে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, অর্থনীতি—সব জায়গাতেই নারীরা এখন দৃশ্যমান।” তিনি নারীদের এই এগিয়ে যাওয়াকে আরও সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির বলেন, “করোনাকালীন সময়ে যাত্রা শুরু করা বহ্নিশিখা বর্তমানে নারীদের আত্মউন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আত্মবিশ্বাসী নারী গড়ে তুলতে বহ্নিশিখা একটি নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।”

আরও পড়ুনঃ ধামরাইয়ে যশোমাধবের উল্টো রথে পদদলিত হয়ে আহত ১০, আশঙ্কাজনক ৩

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, হঠাৎ আক্রমণ, অপহরণ, হয়রানি বা শারীরিক নিপীড়নের মতো পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করতে হয়—তা তারা এখন জানেন। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, গ্রীন ভয়েস কলেজ শাখার উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ অন্যান্য শিক্ষক ও সংগঠনের সদস্যরা।

বহ্নিশিখা-গ্রীন ভয়েস কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে নারীদের জন্য আত্মরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নারীদের সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধারা অব্যাহত থাকবে।